লাবলু গাইবান্ধা | রবিবার, ০৬ মার্চ ২০২২ | প্রিন্ট
জেলার পলাশবাড়ী থানার সু যোগ্য অফিসার ইনচার্জ মাসুদ রানা এলাকায় প্রশংসনীয় হয়ে উঠেছেন।সুস্থ জীবন গড়ি মাদকাসক্ত নেশাকে না বলি তিনি এ বছরের শুরুর ১ জানুয়ারি হতে ৩ মার্চের মধ্যেই সারাদিন রাত দ্বায়িত্বে থেকে পলাশবাড়ী থানাকে বিশেষ নজরদারীতে রেখে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ২২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ১৮টি মামলা ও ১টি জি ডি দায়ের করাসহ প্রায় ২০০০০০ বিশ লক্ষ টাকার সমমুলে উদ্ধার করেছেন। যে কারনে এলাকায় ব্যাপক আলোচনা তিনি প্রশংসায় ভাসছেন। গত দু’মাসে পলাশবাড়ী থানায় গ্রেফতারকৃতরা হলেন, ১৭ জানুয়ারী ৩৩ বোতল ফেন্সিডিলসহ রংপুর খটখটিয়ার আশরাফুল (৩৬), ১৮ জানুয়ারী ৩৪ বোতল ফেন্সিডিলসহ টাঙ্গাইল ধনবাড়ীর খন্দকার ইয়াছিন আলী, ২২ ফেব্রুয়ারী সোয়া কেজি গাজাসহ পলাশবাড়ী ঘোড়া বান্দা এলাকার গোলাম মোস্তফা, ১৪ফেব্রæয়ারী ২২ বোতল ফেন্সিডিলসহ জয়পুর হাটের এরশাদ মিয়া (৪৫) ২৪ ফেব্রæয়ারী ৩৭ বোতল ফেন্সিডিলসহ নাগেশ্বরী কুড়ি গ্রামের জিয়ারুল (৪২) ও কুলছুম (৩২) ১৫ ফেব্রুয়ারী ২৯ বোতল ফেন্সিডিলসহ কাজীপুর সিরাজগঞ্জের বাবু মিয়া (৩৫), ২৫ ফেব্রæয়ারী দেড় কেজি গাজাসহ বগুড়ার মানিক মিয়া (৪৫) ও লালমনির হাটের নাজমুল, ১২ফেব্রæয়ারী ১ কেজি গাজাসহ রাঙ্গামাটি পীরগঞ্জের শাহিন মিয়া (৩০) ও আরিফুল (২৫) ২৮ ফেব্রæয়ারী ২০০পিস নেশা জাতীয় ইনজেক্সন সহ পীরগঞ্জের গোবিন্দপুর এলাকার সুফিয়া বেগম (৩৮) ১লা মার্চ ১ কেজি গাজাসহ লালমনির হাটের হাতীবান্দা এলাকার বিপুল চন্দ্র (১৬) মোরশেদুল (১৮) ২মার্চ ১৭ বোতল ফেন্সিডিলসহ বগুড়া সদরের অশিষ সাহা, ৩মার্চ ঢাকাগামী এন,এন, ট্রাভেল্স বাসে তল্লাসি চালিয়ে ৫’হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ৪মার্চ ২২ বোতল ফেন্সিডিল সহ বগুরা জেলার ধুনট এলাকার সাগর ইসলাম (২২)সহ সর্বমোট ২২জনকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় ১৮টি মামলা ও ১টি জিডি করেন ওসি মাসুদ রানা। মোট জব্দকৃত মাদকদ্রব্য হচ্ছে ২৩৭ বোতল ফেন্সিডিল, ৫কেজি গাজা, বুপ্লেনরকিন ইজেকশন ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ৫ হাজার ২০পিচ যাহার অনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা। উল্লেখ্য ওসি মাসুদ রানার প্রাক্তন কর্মস্থল গাইবান্ধার সাদুল্লাপুর থানায় কর্মরত থাকা কালীন সময়েও তিনি একই ভাবে মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার করে ব্যাপক সুনাম অর্জন করে গেছেন। ওসি মাসুদ রানা তার মতামত ব্যক্ত করে বলেন, মাদক বিরোধী অভিযানে আমাকে অনুপ্রেরনা যুগিয়েছেন রংপুর রেন্জের সুযোগ্য ডি,আই জি স্যার ও গাইবান্ধার পুলিশ সুপার স্যার। স্যারদের নির্দেশনা বাস্তবায়নে আমি সদা প্রস্তুত থেকে থানার অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় মাদকের চিহ্নিত স্পট গুলোতে নজরদারী জোরদার করে বিভিন্ন কৌশলে একের পর এক মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি, তিনি আরো জানান, মাদক ব্যাবসায়ী ও সেবিদের তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন এটা আমার অনুরোধ। সমাজের সকলের সহযোগিতায় পলাশবাড়ী থানা এলাকাকে মাদক মুক্ত করতে চাই,আসুন সবাই একসাথে মাদককে না বলি, মাদক মুক্ত দেশগড়ি
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০৬ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।