
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
০৪ ডিসেম্বর ২০২৪ ইং নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ❝শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা❞ অনুষ্ঠিত হয় নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে।
উক্ত সভায় সভাপতিত্বে করেন, প্রফেসর আবু হাসনাৎ মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ, রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটোর ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আসমা শাহীন , জেলা প্রশাসক, নাটোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, নাটোর, জনাব মোঃ আমিনুর রহমান সহযোগী অধ্যাপক, রানী ভবানী সরকারি মহিলা কলেজ, জনাব লুৎফর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর।
নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন বলেন, মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, বিতর্ক, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। শিশু-কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই জীবনের শুরুর শিক্ষা পায়। তাই পাঠদানের পাশাপাশি মাদকের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা শিক্ষকের দায়িত্বের মধ্যেপড়ে। পুলিশ সুপার আরো বলেন মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে।
এসময় রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটোরের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের স্লোগান ছিলো “কোন মাদকাসক্ত ছেলেকে বিয়ে করবেনা এই কলেজের ছাত্রীরা “।
Posted ৬:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।