অনলাইন ডেস্ক | শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 231 বার
নবকন্ঠ ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৭৮ পিস ইয়াবা, ১৩ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।
বাংলাদেশ সময়: ২:৫০ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel