| বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওয়ালিদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৩ দশমিক ৫ গ্রাম ও ৪৮ পুরিয়া হেরোইন, ৫০ কেজি ও ৬০ গ্রাম গাঁজা, চার ক্যান বিয়ার, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ লিটার দেশি মদ ও ৫৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।
Posted ১:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।