
জসীম উদ্দীন, মাগুরা প্রতিনিধিঃ | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট
মাগুরায় মহম্মদপুর থানা পুলিশের গাড়ি থেকে আকাশ নামে ( ছাত্রলীগ কর্মী) এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এমনকি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলা ছাত্রদলের ৩ জনকে বহিষ্কার করা হয়, তারা হলেন যুগ্ম আহ্বায়ক আবু আম্মান ইউসুফ, মেহেদী হাসান রাজিব এবং আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহীম সরদার শাকিল।
মঙ্গলবার মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূর আমিন শিকদার সজীব জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ওই তিনজনের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে একটি বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জুন আকাশ নামে একজনকে পুলিশ আটক করে। গত বছর ৫ আগস্টের আগপর্যন্ত সে ছাত্রলীগের কর্মী হিসেবে চলাফেরা করলেও এদিন মহম্মদপুর উপজেলা ছাত্রদলের অভিযুক্ত ছাত্রনেতারা পুলিশের গাড়ির সামনে আগুন ধরিয়ে আকাশকে ছাড়িয়ে নেয়। এই ঘটনায় “বাংলার নবকন্ঠ” অনলাইন ও পত্রিকাসহ বিভিন্ন গনমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।