
রক্সী খান মাগুরা প্রতিনিধি : | বুধবার, ১১ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 45 বার
মাগুরায় আকরাম এন্টার প্রাইজ বিনামূল্যে ভ্যাক্সিন নিবন্ধন বুথ উদ্ভোধন ও মাস্ক বিতরণ
মাগুরা জেলার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আকরাম এন্টার প্রাইজের উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্রে থানার সামনের নিজস্ব অফিসে বিনামূল্যে কোভিড-১৯ ভাইরাস এর টিকা গ্রহণের নিবন্ধন বুথ ও সাধারণ মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়। ভ্যাক্সিন গ্রহনের প্রক্রিয়া আরও সহজ করা এবং করোনা ভাইরাস রোধে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি। গতবছর করোনা মহামারির শুরুর দিকে মেসার্স আকরাম এন্টার প্রাইজ বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করেছিল। এ সময় উপস্থিত ছিলেন আকরাম এন্টার প্রাইজের কর্ণধার ও মাগুরা শিশু ও চক্ষু হসপিটালের সাবেক সাধারণ সম্পাদক খান আবুল হোসেন, ব্যবস্থ্যাপনা পরিচালক আকরাম হোসেন খান নান্নু, সোনালী অতীত ক্লাবের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক ফুটবলার শরীফ লুলু হাসান। ও প্রতিষ্টানটির কর্মকর্তাবৃন্দ। পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আকরাম এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক “আকরাম হোসেন খান নান্নু জানান, বাংলাদেশ সরকারের ভ্যাক্সিন কার্যক্রম একটি অসাধারণ উদ্যোগ। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষ সহ সকলের মাঝে টিকা কার্যক্রম ফ্রি নিবন্ধন করে আরও দ্রুত সবাই ভ্যাক্সিন নিতে পারে। সকলেই মিলে এই মহামারি রোধ করতে হবে। আমরা গতবছরেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিলাম। এবছর এমন উদ্যোগ নিতে পেরে আমরাও গর্বিত। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ গ্রহন। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে সকলের জন্য ফ্রি টিকা ব্যবস্থা করার জন্য।
বাংলাদেশ সময়: ৬:০১ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel