রক্সী খান মাগুরা | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | প্রিন্ট
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রাজধরপুর গ্রামে গড়াই নদীর পাশে কৃষক আকিদুল খানের আড়াই শতক জমির আইলে পার্শ্ববর্তী জমির মালিক আলেমান সরদার দুটি কলাগাছ লাগায়। কৃষক আকিদুল খান আলেমান সরদারকে কলাগাছ দুটি জমির আইল থেকে উঠিয়ে তার নিজস্ব জমির মধ্যে লাগাতে বলেন। বার বার বলা স্বত্তেও আলেমান সরদার কলা গাছ দুটি না উঠিয়ে রেখে দেন। কৃষক আকিদুল খান দীর্ঘ ১৫ দিন পরে তার জমির আইল থেকে কলা গাছ দুটি উঠিয়ে আলেমান সরদারের জমির মধ্যে রেখে দেয়। বিষয়টি আলেমান সরদারের ছেলে বিল্লাল সরদার, ঝন্টু সরদারের ছেলে ইমন সরদার ও রিমন সরদার জানতে পারলে গত সোমবার ক্ষিপ্ত হয়ে তারা কৃষক আকিদুল খানের বাড়িতে এসে বকাবাজি ও গালমন্দ করে আকিদুল খানের স্ত্রী গৃহবধু রাবেয়া বেগমের(২৮) মাথায় এলোপাতারি কুপিয়ে জখম করে, এসময় তার মেয়ে বন্যা খাতুনকে (১৩)মারধোর করে,পরে এলাকার লোকজন আহত রাবেয়া বেগম ও বন্যা খাতুন কে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে, সেখানে রাবেয়ার মাথায় অস্ত্রপচার করে ১৯টি সেলায় দেয়া হয়, মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে গৃহবধূ রাবেয়া বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তার মাথার আঘাত গুরুতর। শরীরের ও মাথার আঘাত নিরসন হতে তাকে দীর্ঘদিন চিকিৎসায় থাকতে হবে । এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় বলেন,ঘটনায় আহত রাবেয়া বেগমের স্বামী আকিদুল খান বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে
Posted ৯:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।