
জসীম উদ্দীন, মাগুরা প্রতিনিধি | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
মাগুরার শালিখায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ জানায়, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানার অফিসারগণ সোমবার (৩০ ডিসেম্বর) রাত্রিকালীন শালিখা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রামপুর গ্রামের আতিয়ার রহমান, শাহিনুর, কবির মোল্লা, তরিকুল ইসলাম, দেশমূখপাড়া গ্রামের আশরাফুল, বরইচারা গ্রামের সুখদেব তরফদার, সিমাখালি গ্রামের মতিয়ার রহমান, খোলাবাড়ি গ্রামের মনিরুল ইসলামসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, শালিখা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।