লিটন ঘোষ জয়, মাগুরা : | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 40 বার
মহান মুক্তিযুদ্ধর চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশের গুরুত্ব তুলে ধরতে মাগুরায় জেলা শিল্পকলার আয়োজনে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। স্থানীয় আছাদুজ্জামান অডিটোরিয়ামে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) সন্ধ্যা ৭ টায় উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহাদাত হোসেন মাসুদ এর সভাপতিত্বে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মো. কুলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলার শিল্প, সাহিত্য এবং ঐতিহ্য তুলে ধরেন আলোচকরা। পরে জেলা কালচারাল অফিসার অনুপ চ্যাটার্জির পরিকল্পনা ও নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের জেলা শিল্পকলা একাডমী ও বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সপ্তাহব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে মাগুরা সদরসহ তিন উপজেলার শিল্পীরা চিরাচরিত বাংলার নাটক, লোক সংগীত এবং বাদ্যযন্ত্র পরিবেশন করবেন শিল্পীবৃন্দরা।
বাংলাদেশ সময়: ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel