মোঃ জুয়েল রানা | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
মাগুরা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের বিপরীত দিকে ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে ঢাকা থেকে ঝিনাইদহর দিকে যাওয়া গোল্ডেন পরিবহন এর একটি বাস সদর হাসপাতালের সামনে মোটরসাইকেল চালক শহরের প্রিন্টিং ব্যবসায়ী আনোয়ার হোসেন কে চাপা দেয়। পরে গাড়িটি রোকেয়া নামে এক বৃদ্ধাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী অ্যাম্বুলেন্স স্টান্ডে দাঁড়িয়ে থাকা চারটি এম্বুলেন্সকে আঘাত করে ড্রাইভার পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ার ও রোকেয়া মারা যান। তাদের লাশ মাগুরা সদর হাসপাতাল অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে।
এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।