রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : | শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট
শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় যুবলীকের কর্মসূচির অংশ হিসেবে বোরো মৌসুমে অসহায় ও অপারক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে মাগুরা জেলা যুবলীগ।
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কয়েকজন কৃষকের প্রায় চার বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা। জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, সাকিব হাসান তুহিন, যুবলীগ নেতা মীর রাশেদুল ইসলাম সুমন সহ ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের একাধিক নেতাকর্মীরা।
সদরের চাউলিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের উপকারভোগী কৃষক মো. ফজলু শেখ বলেন, আমি বয়স্ক মানুষ তাছাড়া অনেক অসহায়, আমার জমির ধান পেকে যাওয়ায় খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। যুবলীগের ছেলেরা ধানগুলো কেটে বাড়ি পৌঁছে দেওয়াতে, আমার অনেক উপকার হলো। অপর কৃষক রবিউল শেখ বলেন, আমার জমির ধান পেকে গিয়েছিল কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ধান কাটতে অসুবিধা হচ্ছিল। ফেসবুকে দেখলাম প্রধানমন্ত্রী যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগকে কৃষকের ধান কাটতে সহযোগিতা করতে বলেছে। এই খবরে, আমি জেলা যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে, আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে।
মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যুবলীগের প্রতি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনার পর জেলার বিভিন্ন এলাকায় অসহায় কৃষকের ধান কাটা সহ বিভিন্ন মানবিক কাজে অংশ নিচ্ছে জেলা যুবলীগ। তিনি আরো বলেন, যুবলীগ শুধু রাজপথে মিছিল মিটিং নয় মানুষের সেবায় সর্বক্ষণিক নিয়োজিত আছে। মাগুরা জেলা যুবলীগের হট লাইন টিম যে, কোন প্রয়োজনে মানুষের পাশে আছে। তারা মানুষের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ।
Posted ৭:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।