
জসীম উদ্দীন, মাগুরা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | প্রিন্ট
মাগুরায় আল আমিন (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। সে মাগুরা পলিটেকনিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমবার রাতে এই ঘটনা ঘটে। মাগুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী জানান, নিহত আল আমিন মাগুরা শহরের তাতী পাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবারর (২ জুন) রাত ১০টায় তার বাসা থেকে এক বন্ধু তাকে ডেকে নিযে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা শহরের এবং বিভিন্ন এলাকায় খোঁজ-খুজি করে পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল (৩ জুন) ৫টায় প্রতিবেশীরা তার পিতা হাবিবুর রহমান কে জানায়, তাদের বাড়িতে ঘরের টিনের চালে একটি লাশ পড়ে আছে। এ ঘটনার পর মাগুরা সদর থানার পুলিশ হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে ঘরের টিনের চাল থেকে আল আমিনের লাশ উদ্ধার করে। লাশের পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের সন্দেহ পূর্ব শত্র“তার জেরে কেউ তাকে কুপিয়ে হত্যা করে লাশ এই ঘরের টিনের চালে উপর ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।মাগুরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।