
মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান মাগুরা প্রতিনিধি | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
প্রধান বিচারপতির বাস ভবনে হামলা ও পুলিশ সদস্য হত্যার প্রতিবাদে মাগুরায় আওয়ামী আইনজীবীরা মানববন্ধন সমাবেশ করেছে। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী শফিকুজ্জামান বাচ্চু, পিপি এ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু, বিশেষ পিপি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম অন্যরা।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আজ গণতন্ত্রের নামে যারা বিচার পতির বাসভবন ও পুলিশ সদস্যকে হত্যা করেছে তারা মূলত গণতন্ত্রের শত্রæ। অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।