লক্ষীপুর জেলা প্রতিনিধি মামুনুর রশীদ : | শনিবার, ১৯ জুন ২০২১ | প্রিন্ট
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামে প্রতিষ্ঠিত এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহ মনির হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে , এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গল বার সকাল এগারোটার পর লক্ষ্মীপুর জেলা জজ কোটের সামনে এই মানব বন্ধন পালন করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সময় মানব বন্ধনে বক্তব্য দিয়ে, লক্ষ্মীপুর জেলা জজকোর্টের এডভোকেট সোহেল মাহমুদ বলেন, মাওলানা শাহ মনির একজন ভালো মানুষ, তার হাতে প্রতিষ্ঠিত এতিমখানার যায়গাটাও ছিলো জেলা পরিষদের জমিন, তিনি অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন,।
আজকে কিছু দুষ্কৃতিকারীরা তাকে সরিয়ে দিতে মিথ্যা মামলা সাজিয়েছেন। তারই আলোকে গত ৮/৬/২০২১ ইং তারিখে কথিত ধর্ষণের অভিযোগ এনে চন্দ্রগঞ্জ থানায় এক নারি মামলা দায়ের করেন এবং ৯/;৬/২০২১ ইং তারিখে থানা এটিকে আমলে নিয়ে, মাওলানা শাহ মনির কে গ্রেফতার করে, আদালতে প্রেরণ করেন। আদালত আসামিকে জেল হাজতে প্রেরন করেন । বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুল করিম টিপু মানব বন্ধনে অংশ নিয়ে বক্তিতা করে বলেন, এটি একটি ষড়যন্ত্র, কারন যেই মহিলাটি নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এটা কোন ভাবে মেনে নেওয়া যায় না। কারন তার বাড়ির তিন পাশে তিনটি এতিম খানা রয়েছে, তিনি সেখানে না গিয়ে, যাদৈয়া এতিমখানায় কেন গেলেন? এবং আরো প্রমাণ হলো এই এতিমখানায় কোন মেয়ে ভর্তি করা হয় না, এতে বুঝা যায় এটা একটি ষড়যন্ত্র, তাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই মামলার তদন্ত ভার পি.ভি আই নৌয়াখালী মাধ্যমে করা হক। যাতে করে সত্য ঘটনা প্রকাশ পায় ও নির্দোষ ব্যাক্তি মামলা থেকে রক্ষা পায়।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।