মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫টি সোনার বিস্কুট ও ৩৪ হাজার টাকাসহ আব্দুল মান্নান (৫৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আব্দুল মান্নান মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে। মঙ্গলবার মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মঙ্গলবার দুপরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত খোসালপুর বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শ্যামকুড় গ্রামের নলবিলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে স্বর্ন চোরাকারবারী মোঃ আব্দুল মান্নানকে আটক করতে সমর্থ হয়। এ সময় বিজিবি সদস্যরা তার দেহ তল্লাসী করে ৫৮৩.২০ গ্রাম ওজনের ০৫টি বিদেশী স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৩৪ হাজার ২৯৮ টাকা এবং একটি মোবাইল আটক করে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য হবে ৩৪ লাখ ৮৫ হাজার ২৯৮ টাকা। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা দায়ের এবং আসামিকে সোপর্দ করা হয়েছে।
Posted ৬:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।