আকিমুল ইসলাম সাজু কোটচাঁদপুর প্রতিনিধি | সোমবার, ০৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
জানা যায় কিছুদিন আগে অন্ধ ইমামুল এর পরিবারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকেই শিশুটি ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং রক্তে ইনফেকশন ধরা পড়ে, বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ডাক্তার বলেছে কিছু দিন হাসপাতালে রেখে চিকিৎসা করালে শিশুটি সুস্থ হবে। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ব্যয় হচ্ছে তার চিকিৎসা করাতে। ইমামুল অন্ধ প্রতিবন্ধী হওয়ায় কোন কাজ কাম করতে পারে না। ইমামুল এর পিতার সামান্য আয়ে চলে তাদের সংসার। সম্বল ছিল গোয়াল একটি গরু সেটিও বিক্রি করে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে, পরে এলাকায় মসজিদ থেকে আদায় করে কিছু টাকা পান তিনি। সেই টাকা দিয়ে চলছে বর্তমানে তার চিকিৎসা। প্রতিবেশী আব্দুস সামাদ বলেন ইমামুল জন্ম থেকে অন্ধ তার বয়স বর্তমানে ২৭ বছর দেড় বছর আগে ইমামুল বিয়ে করেছ, কিছুদিন আগে তাদের সংসার আলোকিত করে আসে পুত্রসন্তান, দুর্ভাগ্যক্রমে জন্মের পর পরই তার বাচ্চা ডাবল নিউমোনিয়া আক্রান্ত হয়, রক্তে ধরা পড়ে ইনফেকশন, ইমামুল এর অসহায় পরিবার এদের সাধ্য নেই অর্থ দিয়ে তার পুত্র সন্তানকে সুস্থ কোরবে। বাচ্চাটি বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। ইমামুল মা বলেন আমাদের পরিবারের সবাই প্রতিবন্ধী, আমি চোখে মাত্র ৫০% দেখতে পারি, আমার ছেলে ইমামুল অন্ধ প্রতিবন্ধী, আমার মেয়ে তার ও শারীরিক সমস্যা। তিনি তার ছেলের সন্তানের জন্য সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে অসহায় অন্ধ ইমামুল এর পুত্র সন্তান সুস্থ হয়ে ফিরে আসবে তার বাড়িতে। অর্থ সহায়তা পাঠানোর জন্য অন্ধ ইমামুল এর বিকাশ নাম্বার 01932-155182 পার্সোনাল
Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।