টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | শনিবার, ১২ জুন ২০২১ | প্রিন্ট
মসজিদের এসি’র তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজগঞ্জে সাজিদ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর বেপারিপাড়া জামে মসজিদের ছাদ থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সাজিদ শহরের সয়াগোবিন্দ মহল্লার সমশের শেখের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, শনিবার সকালে শাহেদ নগর বেপারীপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে এসি সংযোগের বৈদ্যুতিক তারের সঙ্গে একটি মৃতদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবক মসজিদের এসির তার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত সাজিদের হাতে তার কাটার প্লাস ধরা ছিল। খবর পেয়ে নেসকোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ১২ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।