গত ৩১ শে মার্চ, ২০২১ইং, ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় করোনা টিকাদানের বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী পাগলা থানাধীন মশাখালী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত এলাকার পঞ্চাশোর্ধ্ব যারা উপজেলা সদরে এসে টিকা গ্রহণ করতে পারেন না তাদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্যই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান, ডা. মারুফ হোসেন, ডা. সাব্বির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুল ইসলাম মিলন ফকিরসহ স্বাস্থ্য সহকারি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি একযোগে চলছে। সকলকে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের সাথে কথা বলে ইউপি চেয়ারম্যানদের উদ্যোগ ও সহযোগীতায় সম্প্রসারিত টিকাদান ক্যাম্পেইন করা হচ্ছে।