রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ময়মনসিংহ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরন

এম রহমান মামুন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট

ময়মনসিংহ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরন

ময়মনসিংহ সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় মোট ৫,৪৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ২৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে রয়েছে—নারিকেল ১,২৪০টি, লেবু ৩০টি, তাল ১১০টি, আম ২৫০টি, নিম ৯৬০টি, বেল ৯৬০টি, জাম ৯৬০টি এবং কাঁঠাল ৯৬০টি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম (প্রিন্স)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ এবং কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুল ইসলাম বলেন,গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে আর্থিকভাবেও স্বনির্ভর হতে সাহায্য করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত কমপক্ষে একটি করে গাছ লাগানো, পরিবেশ সংরক্ষণ, পারিবারিক পুষ্টি ও কৃষির টেকসই উন্নয়নে উৎসাহ প্রদান করতেই এই চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”
সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী বলেন, “প্রকৃতির আমাকে প্রয়োজন নেই, আমার প্রকৃতিকে প্রয়োজন। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক পরিবেশই রক্ষা করি না, বরং পারিবারিক আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করি। শিক্ষার্থী ও কৃষক—দুই শ্রেণিকেই আমরা এ বিষয়ে সচেতন করে তুলতে কাজ করছি।”
কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নীতিমালা অনুযায়ী এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins