
ময়মনসিংহ ব্যুরো : | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশে নদ নদীর প্রকৃত সংখ্যা নিরূপণ হয়নি। নদীর নামের তালিকা নিয়ে রয়েছিল ভিন্ন ভিন্ন মত। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে প্রকৃত নদীর সংখ্যা নির্ধারণ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। সরকারের নির্দেশনায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ১৮২ টি নদ-নদীর নামের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় নদী রক্ষা কমিটির পর্যালোচনা সভায় এই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও বিভাগীয় নদী রক্ষা কমিটির সভাপতি মোঃ মোখতার আহমদ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব ও সার্বিক) তাহমিনা আক্তারের সঞ্চালনায় ডিআইজির পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেজবাহ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আজিম উদ্দিন, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ আন্দোলনের সদস্য সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
নদীরক্ষা কমিটি উপজেলা ও জেলা কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে বিভাগীয় কমিটি পর্যালোচনা করে এই তালিকা প্রণয়ণ করেছে। বিভাগের ছয়টি নদী একাধিক জেলায় প্রবাহমান হয়েছে। জেলা ওয়ারি নদীর সংখ্যা ময়মনসিংহ জেলায় নদ নদীর সংখ্যা ৬২ টি নেত্রকোনা জেলায় ৯৫টি জামালপুর জেলায় ১৬ ও শেরপুর জেলায় ১৫টি নদ নদী হয়েছে।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।