
খন্দকার জসিম উদ্দিন (শেরপুর) নকলা প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
২৭ ফেব্রুয়ারী শেরপুর নকলায় সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাদের সাথে সার্বিক উন্নয়ন কার্যক্রম
উন্নয়ন কার্যক্রম আইনশৃঙ্খলা ও জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
শেরপুর জেলা প্রশাসক সালেহা আক্তার এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বুলবুল আহাম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ বুরহান উদ্দিন , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ,বীর মুক্তি যোদ্ধা মুনসুর আলি, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, নকলা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আ: খালেক, সাংবাদিক মোশারফ হোসেন সরকার বাবু সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সহ অনেকেই।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।