
রুবেক, ময়মনসিংহ: | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
“বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনগণের পাশে” স্লোগানে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ময়মনসিংহ শহরস্থ টাউনহল মোড়ে কোতোয়ালী মডেল থানার ৩ নং বিটের ‘বিট পুলিশিং সাইনবোর্ড’ স্থাপনের মাধ্যমে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সমগ্র জেলাব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন “বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে” এই স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা সহজীকরণ এবং জনগনের হয়রানি কমাতে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রতিটি থানার প্রতিটি বিটে পুলিশের প্রয়োজনীয় মোবাইল ফোন নম্বর সম্বলিত সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। আজ এই সাইনবোর্ড স্থাপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। বিভাগীয় নগরীর প্রতিটি বিট এলাকার বিভিন্ন মোড়ে ও প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজারে বিট পুলিশিং সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে।
এসময় তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে তথ্য দাতাদের নাম-পরিচয় গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হবে মর্মে পুলিশ সুপার জানান।
উদ্বোধনকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদা সুলতানা, ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালী মডেল থানা’র ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ১০:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।