• শিরোনাম

    ময়মনসিংহে পুলিশের অভিযানে বাবা-ছেলে খুনের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

    রুবেল, ময়মনসিংহঃ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 89 বার

    ময়মনসিংহে পুলিশের অভিযানে বাবা-ছেলে খুনের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

    apps

    ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা আবুল খায়ের (৬০) ও ছেলে ফরহার হোদেন(২০) এর মৃত্যু হয়েছে।কোতোয়ালী মডেল থানায় আবুল খায়েরের ছেলে রিফাত বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।এ ঘটনায় দুই জন প্রধান আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল।খুলনা ও ঢাকার বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বুধবার ৮ ফেব্রুয়ারী কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

    গ্রেফতারকৃত আসামীরা হল- জাহাবুর সরকার জাফর ও মাহবুব।

    এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম ফকির জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াজেদ আলী একটি আভিযানিক দল নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জাহাবুর সরকার জাফরকে খুলনা সোনাডাঙা থেকে এবং ঢাকার বছিলা থেকে মাহাবুরকে গ্রেফতার করে।আসামী মাহাবুব মামলার ঘটনা সংক্রান্তে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।উল্লেখ পূর্বে হত্যার সাথে জড়িত আরো চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ৬:১২ অপরাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ