রুবেল, ময়মনসিংহ: | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 57 বার
ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” শ্লোগানে ময়মনসিংহে আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।গতকাল ৩রা মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়মনসিংহের ডিআইজি কার্যালয়ের সামনে থেকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও নতুন ভোটারদের মাঝে ভোটার আইডি কার্ড বিতরণ করা হয়।বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয়।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ের আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুল রেজা বিশ্বাস, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, অতিঃ বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্, মসিক সিটি কর্পোরেশন নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, অতিঃ নির্বাচন কর্মকর্তা আব্দুল রহিম,অতিঃ নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সদর মোহাম্মদ মোজাম্মেল হক,নির্বাচন অফিসার সি,জে,নি অ মোছাঃ হোসনে আরা, ডাটা অপারেটর রুহুল আমিন রাজীব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ সময়: ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel