মোঃ রুবেল, ময়মনসিংহঃ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 75 বার
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে একদিনে ৩১ ডিসেম্বর ২০২২ইং সকাল পর্যন্ত বিভিন্ন অপরাধ ও মামলায় ১০ জন আসামীকে গ্রেফতার করে। এবিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশে ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।তারই অংশ হিসেবে এসআই(নিঃ) মোঃ শাহজালাল নেতৃত্ত্বে একটি টিম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন চরপাড়া মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী *প্রদীপ সেন ওরফে টংকু (৩০), পিতা-মৃত-দুলাল সেন, সাং-নওমহল নন্দীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে।এছাড়া এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন নেতৃত্ত্বে একটি টিম অভিযান পরিচালনা করে অত্র কোতোয়ালী মডেল থানাধীন ফকিরাকান্দাস্থ জনৈক মজিবরের ফিশারীর পাড়ে অন্যান্য মামলার আসামী *বিদ্যুৎ (২৭), পিতা-আলমগীর হোসেন, সাং-দিঘারকান্দা স্টাফ কোয়ার্টার, *মোঃ তরিকুল (৪০), পিতামৃত-আঃ মজিদ, সাং-বয়ড়া ছালাকান্দি, *রাজন ঘোষ (২৮), পিতা-তরুণ ঘোষ, সাং-ভাবখালী তলতলা, *মোঃ শামসুদ্দিন (৫৫), পিতামৃত-আঃ বারেক, সাং-ফকিরাকান্দা, *আবুল কালাম (৩০), পিতামৃত-হযরত আলী, সাং-দিঘারকান্দা কাদুর বাড়ী, *আবু বক্কর সিদ্দিক (৬৩), পিতামৃত-হাসমত আলী, সাং-দিঘারকান্দা বারেক চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন, *সেলিম (৪০), পিতামৃত-আসকর আলী, সাং-দিঘারকান্দা ফিসারীর মোড়, সর্ব থানা-কোতোয়ালী, *মোঃ হারুন অর রশিদ (৩৮), পিতা-মোঃ রহিজ উদ্দিন মন্ডল,সাং-ভাংনামারী কাশিয়ার চর, থানা-গৌরীপুর, সর্ব জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।এছাড়াও এসআই(নিঃ) মোঃ শাহজালাল থানা এলাকার অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানায় *মোঃ শফিকুল ইসলাম রুমান, পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-হোল্ডিং নং-১৬২/২ গোহাইলকান্দি মীরবাড়ী মোড় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান।
বাংলাদেশ সময়: ৮:৩৭ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel