
ময়মনসিংহ ব্যুরো | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত ও ইবাদতরত আলেম-উলামা ও তাবলীগী সাথীদের উপর সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচার এবং তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জানুয়ারী) বাদ জুম্মা ময়মনসিংহ বড় মসজিদ সংলগ্ন বড় বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি মহিবুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের নির্বাহী সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
মুফতি শরিফুর রহমান ও বালাজির আহসান খান তাফসির এর সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মনজুরুল হক, মাওলানা আব্দুস সামাদ, মুফতি মোশারফ হোসেন, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, ক্যাপ্টেন সালাহ উদ্দিন বাবু, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা কাজী হাসান মাহমুদ, মাওলানা মামুনুল হক, মাওলানা রফিকুল আলম হামিদি, মুফতি আবদুল হাই, মাওলানা মোশতাক আহমেদ ফারুকী, অধ্যাপক শামীম আহমেদ প্রমূখ।
Posted ৫:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।