সালাহ্ উদ্দীন ময়মনসিংহ প্রতিনিধি : | সোমবার, ১৩ মে ২০২৪ | প্রিন্ট
ময়মনসিংহ ফুলবাড়িয়ায় ৩য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। পোস্টার লাগানোর পাশাপাশি চলছে মাইকিং। গতকাল সোমবার দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা নির্বাচন অফিস সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক হাতে তুলে দেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রিটানিং কর্মকর্তা মাহমুদুল আলম। এর আগে সকাল ১১ টায় সম্মেলন কক্ষে ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া। এছাড়াও বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত নির্বাচন রিটানিং কর্মকর্তা মাহমুদুল আলমসহ প্রমুখ।
৩য় ধাপে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চেয়ারম্যান পদে ডাঃ কামরুজ্জামান (আনারস), অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা – (মোটর সাইকেল), মোঃ হারুন অর রশীদ (ঘোড়া), এডঃ মফিজ উদ্দিন মন্ডল (কাপ-পিরিচ) সেলিমা বেগম সালমা ( চিংড়ি মাছ) ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে রফিকুল ইসলাম রাকিব (মাইক), কামরুজ্জামান পারভেজ (টিয়া পাখি),কামরুজ্জামান ভিপি জামান (তালা), সাইদুল ইসলাম (টিউবওয়েল), আব্দুল কুদ্দুছ- (চশমা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন সুলতানা(হাস) সঙ্গীতা রানী সাহা (কলসী) নাছিমা আকন্দ (ফুটবল) আছমা খাতুন( প্রজাপতি),রুপা হিজরা (বৈদ্যুতিক পাখা), প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Posted ৪:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।