কামরুল ইসলাম ,প্রতনিধিি | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে নরসিংদীর মনোহরদীতে ঢাকাই চলচ্চিত্রের গানে পারফর্ম করেন অপু। হাজারো দর্শকের মন মাতিয়েছেন জনপ্রিয় এ নায়িকা। দর্শকরা তার নাচের তালে নেচেছেন। হঠাৎ জনপ্রিয় এ চিত্রনায়িকাকে পেয়ে উচ্ছ্বসিত মনোহরদীবাসী। এমনকি অপুর উপস্থিতির খবর অনেকেই বিশ্বাস করতে পারেননি। তবে তাকে এক নজর দেখতে অনুষ্ঠানস্থলে ভিড় জমায় অপু ভক্তরা। লাল-নীল আলোয় ঘেরা মঞ্চে অপু ও তার দল চমকে দিয়ে যায় সবাইকে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক আকন্দের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে কৃষ্ণপুর কাঁঠালতলী বাজার সংলগ্ন খোলা মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচেছেন অপু বিশ^াস। কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, জেলা পরিষদের সদস্য আবদুস সামাদ মোল্লা যাদু প্রমুখ।
Posted ২:৫১ অপরাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।