| শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করেছেন সকল প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় নিয়মিত গণসংযোগ ও ভোট চেয়ে বেড়াচ্ছেন (পানির বোতল) প্রতীক নিয়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মো. মিলন মিয়া। গত বুধবার ৩০ ডিসেম্বর সকালে নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন আহমেদ।
কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মো. মিলন মিয়া জানান, আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হবার কারণ হলো নির্বাচিত হওয়ার পর, জনকল্যাণমূলক কাজ ও মানবসেবা করতে চাই। বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নই। নির্বাচিত হওয়ার পরে এলাকার উন্নয়নমূলক কাজ করাই প্রধান লক্ষ্য। ৭নং ওয়ার্ডকে সন্ত্রাস মুক্ত ও মাদকমুক্ত করতে চাই। ৭নং ওয়ার্ডে অবস্থিত খালকে পার্কে রূপান্তর করতে চাই। আমার প্রচারণা ভালোই চলছে। তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের সাড়া তুলনামূলক ভাবে বেশি পাচ্ছি। নির্বাচনে জয়ের ব্যাপারে মানুষের নিরপেক্ষ ভোট হলে আমি শতভাগ আশাবাদী। তিনি ওয়ার্ডবাসীদের জন্য বলেন, যদি আমার পাশে থাকে ও দোয়া করে, আমি তাদের জন্য উন্নয়নমূলক কাজ করতে চাই আজীবন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।
Posted ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।