শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

মনোহরদী পৌরসভায় বিপুল ভোটে বিজয়ী আমিনুর রশিদ সুজন

কামরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধি:   |   রবিবার, ১৭ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট

মনোহরদী পৌরসভায় বিপুল ভোটে বিজয়ী আমিনুর রশিদ সুজন

কামরুল ইসলাম,মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী পৌরসভার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহনকালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানায়, মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হাতপাখা প্রতিকের ইসলামী আন্দোলন বাংলাদেশের আঃ মান্নান পেয়েছেন ৪০২ ভোট, মোবাইল ফোন প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ ৩৭২ ভোট, আওয়ামীলীগের নৌকা প্রতিকের মোহাম্মদ আমিনুর রশিদ সুজন ৮ হাজার ৮৮২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতিকের মাহমুদুল হক ৫৮৫ ভোট পেয়েছেন। নৌকা প্রতিকের মোহাম্মদ আমিনুর রশিদ সুজনকে বেসরকারীভাবে নির্বাচিত করা হয়। মনোহরদী পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটারগন। মনোহরদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮ জন। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ইভিএম এ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রে ভোটারদেও উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মোট ৯টি ভোটকেদ্রে ৯টি মোবাইল টিম, ৩টি স্ট্রাইকিং ফোর্স, ডিবির ২টি টিম দায়িত্ব পালন করে। প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৭টি চেকপোস্টে অবস্থানসহ মোট ৩০০ পুলিশ সদস্য নির্বাচনের মাঠে ছিল। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, মনোহরদী পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ১০ হাজার ২৫০ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। ৭৪ দশমিক ২৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে। মোট বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ২৪১টি।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins