
| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মনোহরদী এর উদ্যোগে আজ সোমবার বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “সম্প্রীতি অলিম্পিয়াড” অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে বড়চাপা ইউনিয়নের ০৪ টি স্কুল কলেজের ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানসমূহ হলো বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়চাপা ইউনিয়ন ডিগ্রি কলেজ এবং বড়চাপা কলেজ। ৩০ টি সম্প্রীতি বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নের ওপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে পাঁচজন সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি এর কোঅর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী তামান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিস অ্যাম্বাসেডর উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিমসহ শিক্ষকবৃন্দ এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।
Posted ২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।