
আরিফুল ইসলাম মালয়েশিয়া প্রতিনিধি: | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
সিমন আহমেদ রিপন ।যেই নামটা যুবদল কর্মীদের রাজপথের আন্দোলনে উজ্জীবিত করে । সাবেক মনোহরদী উপজেলা ছাত্রদলের সবচেয়ে বেশি জনপ্রিয় জননেতা।জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে গিয়ে যিনি আওয়ামীলীগের টার্গেটে পরিণত হয়ে বার বার হামলা মামলার শিকার হয়েছেন ।১৭ বছর আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন জীবন বাজী রেখে ।সেই ত্যাগী নেতা ভুগছেন চরম নিরাপত্তা হীনতায় ।
প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছেন তিনি ।সে জন্য বাসায় সি সি কেমেরা লাগানো হয় ।কিন্তু তার পর ও তার সব খবর জানতে পারে শত্রু পক্ষ ।তিনি বাসায় কি করছেন,কখন বাহিরে যাচ্ছেন,কি রঙের পোশাক পরছেন,কারা আসছে বাসায়,কি কি আলোচনা করছেন সব খবর চলে যাচ্ছে বাহিরে ।প্রতি রাতে বাসার সামনে ৪/৫ টা প্রাইভেট কার আসে আবার চলে যায় বলে অভিযোগ করেন রাজ পথের এই ত্যাগি যুব নেতা ।এতে করে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ।গত ৪ রাত পর্যন্ত ঘুমাতে পারেন নি তিনি ।কি ভাবে কি হচ্ছে কিছুই বোঝে উঠতে পারছেন না তিনি ।ঘরের খবর কিভাবে বাহিরে যায় এজন্য আপন ভাই,বন্ধুদের সন্দেহ করে গালাগালি ও করেন ।
হটাৎ বুঝতে পারেন ,যে লোক সি সি কেমেরা লাগিয়েছেন তিনি কৌসলে নিজের মোবাইলে পাসওয়ার্ড সেট করে নিয়েছেন এবং সমস্ত তথ্য ফাঁস করেছেন বাহিরে ।সি সি মেরামত লোক কে হাতে নাথে ধড়ার পর দেখা যায় তার মোবাইলে এই সি সি ক্যামেরা লগ ইন করা ।সি সি ঠিক করা লোক দিয়ে কারা এই জগন্য কাজ করেছে সেটা বের করার চেষ্টা করা হচ্ছে ।কে বা কারা ষড়যন্ত্র করছে তাকে শেষ করার জন্য জানতে চাইলে তিনি বলেন দলের ভেতরে ও হতে পারে,আবার দলের বাহিরে ও হতে পারে কিন্তু কিছু একটা ষড়যন্ত্র চলছে আমাকে নিয়ে এটা নিশ্চিত ।
Posted ৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।