
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ০২ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ও কৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে নবনির্মিত সংযোগ সেতুটি উদ্বোধনের আগেই ধ্বংসের আশঙ্কায় পড়েছে। সেতুটির নিচ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর সংযোগ সড়কের জন্য ভরাট করা মাটির বড় একটি অংশ রাতের আঁধারে পাইলিংয়ের একেবারে নিকটবর্তী স্থান থেকে কেটে নেওয়া হচ্ছে। এতে করে সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ছে এবং কাঠামোগত স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব কাজ চলছে কোনো অনুমোদন বা তদারকি ছাড়াই, যা পুরোপুরি অবৈধ এবং বিপজ্জনক।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ, কিছু ভূমিদস্যু নিয়মিতভাবে ট্রাক ও ডাম্পার দিয়ে এই মাটি তুলে নিচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি।
বড়চাপা ও কৃষ্ণপুর দুই ইউনিয়নের সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করে বলেন, “যে সেতু দিয়ে আমাদের দুই ইউনিয়নের মানুষ সহজে যাতায়াত করবে, সেটাই এখন বিপদে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
স্থানীয় সচেতন মহল ও যুব সমাজ দ্রুত এই অবৈধ কর্মকাণ্ডের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Posted ২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।