কামরুল ইসলাম,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 221 বার
নরসিংদীর মনোহরদীতে স্বাধীনতা প্লাজা শপিং মল উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধায় মনোহরদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দৃষ্টিনন্দন এই প্লাজার উদ্বোধন করেন মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্লাজার মালিক বীর মুক্তিযুদ্ধা লে.কর্ণেল (অব.) আব্দুর রউফ বীর বিক্রম। প্লাজার শপিং মল মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল বারিকের সভাপতিত্বে এবং মনোহরদী প্রেসক্লাবের সহ সভাপতি মো. ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু, মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির। এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম জাহাঙ্গীর তৈমুর, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মাঝি, মনোহরদী সরকারি কলেজের সাবেক জিএস আল এমরান ভূঁইয়া, শ্যামল রায়, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাধীনতা প্লাজার পরিচালক সাইদুল ইকরাম, সাইদুল ইমরাজ মৃধা।
বাংলাদেশ সময়: ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel