কামরুল ইসলাম | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 121 বার
“আন্তরিক সেবায় আরো কাছে” এই স্লোগানকে সামনে রেখে ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে মনোহরদীতে শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে মনোহরদী পৌরসভার সদর রোডে অবস্থিত স্বাধীনতা প্লাজায় এর উদ্বোধন করা হয়। সাংবাদিক ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় ও স্বাধীনতা শপিং মল পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ বারিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা প্লাজার স্বপ্নদ্রষ্টা ও কর্ণধার লেঃ কর্ণেল আবদুর রউফ বীর বিক্রম (পিএসসি অবঃ)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর হেড অফ এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার ফিরোজ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দোক্তা শামীম আরা রউফ,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর খন্দকার জাহাঙ্গীর কবির,মিডল্যান্ড ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশরাফুল আলম রাজিব,শাহজালাল ইসলামী ব্যাংক চালাকচর শাখার ব্যাস্থাপক আব্দুল করিম মীর,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান তারা ও প্রধান উদ্দোক্তা ছাইদুল ইমরাজ।এসময় আরোও স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:১৭ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel