কামরুল ইসলাম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হুগোলিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সংবাদ পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, মনোহরদী-শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিনসহ মনোহরদী থানা পুলিশ, পিবিআই এবং সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে স্থানীয় এলাকাবাসী হুগোলিয়াপাড়া এলাকার রূপচান মিয়ার খড়ের পালার পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে।
Posted ৪:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।