
কামরুল ইসলাম ,মনোহরদী প্রতিনিধি | মঙ্গলবার, ২১ জুন ২০২২ | পড়া হয়েছে 71 বার
নরসিংদী মনোহরদীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নাজমুল হক সহকারি পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এ এস এম কাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান সহকারী কমিশনার (ভূমি) মনোহরদী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি।। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায়। মনোহরদী থানা (ওসি) তদন্ত জহির ও মনোহরদী উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel