কামরুল ইসলাম, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি রবিবার, ০৪ জুলাই ২০২১
নরসিংদীর মনোহরদীতে এক ভুয়া দন্ত চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। রবিবার (৪ জুলাই) উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারের আদর্শ ডেন্টাল হোম হতে সামিরাজ হাসান লাইলী নামের ভুয়া দন্ত চিকিৎসককে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. কাসেম জানান, চলমান লকডাউনে উপজেলার শেখের বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করার সময় বাজারের আদর্শ ডেন্টাল হোম হতে সামিরাজ হাসান লাইলী নামের এক ব্যাক্তি ভুয়া দন্ত চিকিৎসক প্রমানিত হলে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ৫:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel