• শিরোনাম

    মনোহরদীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও

    মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | পড়া হয়েছে 121 বার

    মনোহরদীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও

    apps

    নরসিংদীর মনোহরদীতে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিন্ম আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম কাসেম। মঙ্গলবার উপজেলার লেবুতলা ইউনিয়নে ১ম দফায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম জানান, মনোহরদী পৌরসভার ২টি স্থানে রবিবার (২০ মার্চ) প্রথমধাপের প্রথম দিনে ১ হাজার ৪২২ টি উপকারভোগী পরিবারের মাঝে ৫৫টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল ও ১১০টাকা দরে ২ কেজি সয়াবিন তৈল বিক্রয় করা হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলার সকল ইউনিয়নে রমজান মাস শুরুর আগে ও রমজান মাস চলাকালীন মোট দুই ধাপে উপজেলায় ৯হাজার ৭০৯ টি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় করা হবে। ট্যাগ কর্মকর্তাগণ কার্যক্রমটি প্রতিনিয়ত মনিটরিং করছেন। যাতে প্রকৃত সুবিধাভোগীরা এ কার্যক্রমের সুবিধা নিতে কোন অসুবিধা না হয়। লেবুতলা ইউনিয়নে কার্যক্রমটি পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ