
কামরুল ইসলাম মনোহরদী | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
নরসিংদী মনোহরদীতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২৩ ইং শনিবার ১২টায় মনোহরদী বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন, শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ফজলুল হক । জেলা আওয়ামী লীগের সহ সভাপতিডা: আব্দুর রউফ সরদার।জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
তিনি এসময় বক্তব্যে বলেন বিএনপি জামায়াত আওয়ামীলীগকে হঠানোর যতই চেষ্টা করুক না কেনো বাংলাদেশে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন কোন দলই আমাদের আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে ছাড়াতে পারবেনা। আমরা আওয়ামীলীগের নেতা কর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে যে সব উন্নয়ন হয়েছে তা নজীরবিহীন।
এরকম উন্নয়ন বিএনপি জামায়াত কখনও করেনি আর করতে পারবেওনা। সবশেষে তিনি বলেন, আমরা মনোহরদী আওয়ামীলীগ নেতাকর্মীগণ বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছি তবুও আওয়ামীলীগকে ছেড়ে যাইনি কখনও যাওয়ার চিন্তাও করিনি। যতদিন বেঁচে থাকবো ততদিন আওয়ামীলীগকে বুকে ধারণ করে রাখবো ইনশাল্লাহ।
বক্তব্য শেষে তিনি সমাবেশের সকলকে সাথে নিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্বে জন সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও এলাকার জনসাধারণ।
Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।