| শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী বাজারের রয়েল ফাস্টফুডে এ সভা অনুষ্ঠিত হয়। সভার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন ও গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মনোহরদী উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর সভাপতিত্বে ও পিএফজি’র অ্যাম্বাসেডর সাইদুর রহমান তছলিম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, হাঙ্গার প্রজেক্ট এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ডঃ নাজমুন নাহার নূর (লুবনা), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ও গবেষক ডঃ ডেভিড জ্যাকম্যান, ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি’র অ্যাম্বসেডর বিএনপি নেতা আরিফুল ইসলাম ভূইয়া, অ্যাম্বসেডর জাতীয় পার্টির নেতা এমদাদুল হক টিটু, অ্যাম্বসেডর শেখ জুলেখা আফরোজ বন্যা, পিএফজি’র সদস্য আতাউর রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, সদস্য মাসুদুর রহমান, সদস্য বিএনপি নেতৃ মাসুদা বেগম, নারগিছ সুলতানা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নুর, মনোহরদী সাংবাদিক ফোরাম এর সভাপতি জে এম শাহজাহান মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন।
সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পিএফজি’র সদস্যবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখার কথা ব্যক্ত করেন। পরে পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
সভা শেষে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে মনোহরদী বাজারে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।