মো কামরুল ইসলাম মনোহরদী | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 56 বার
নরসিংদীর মনোহরদীতে পন্ডিত সাত্তার বিদ্যাভুবনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ (১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার অত্র প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পন্ডিত সাত্তার বিদ্যাভুবনের পরিচালনা পর্ষদের সভাপতি পারভেজ মুর্শেদা ঝিলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রেজাউল করিম।
এ ছাড়াও অন্যানের মাঝে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) বি এম এনামুল হক,নরসিংদী জেলা পরিষদ সদস্য মো.জহির উদ্দিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, বড়চাপা কলেজের অধ্যক্ষ মো.হেরেম উল্লাহ, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুজতবা জুয়েল,জেড.এম গোলাম সাক্লাইন জাহাঙ্গীর স্বপন, আঞ্জুমান নাহার দীপা, আব্দুল খালেক ভুইঁয়া, মনোহরদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো.ইমাম হোসেন রিপন সহ আরও অনেকে।
এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান বিদ্যাপাল পন্ডিত সাত্তারের জ্যেষ্ঠ সন্তান ও দি সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের আজীবন শিক্ষক অধ্যাপক ড.গোলাম সারওয়ার জাহাঙ্গীর আমেরিকা থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel