
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলায় ধূমপানবিরোধী জনসচেতনতা তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করতে উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।
“ধূমপান নয়, স্বাস্থ্যই হোক অগ্রাধিকার”—এমন সচেতনতামূলক বার্তা সম্বলিত এসব প্রচার উপকরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দৃশ্যমানভাবে স্থাপন করা এসব ব্যানার ও ফেস্টুনে ধূমপানজনিত স্বাস্থ্যঝুঁকি ও আইনগত নিষেধাজ্ঞা সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান জানান, “জনগণের মাঝে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এ উদ্যোগ। সরকারি নির্দেশনা অনুযায়ী ধূমপানমুক্ত জনপদ গড়তে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এ সময় তিনি ধূমপান বিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সাধারণ জনগণ, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অংশগ্রহণ এবং সহায়তা কামনা করেন।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম চলমান থাকলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সরকার ঘোষিত জনবহুল ও সেবা-প্রদানকারী এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।