কামরুল ইসলাম মনোহরদী। | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 44 বার
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যে নরসিংদির মনোহরদীতে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা বিমা কর্মকর্তাদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম উমর ফারুকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী। অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন উপজেলা শিক্ষা অফিসার শহিদুর রহমান উপজেলা আনসার ভিডিপি অফিসার। বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বীমার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ সময়: ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel