মো. কামরুল ইসলাম | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা দূর্যোগে সরকারের পাশাপাশি বিত্তবানরাও অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও সহযোগীতার হাত বাড়িয়েছেন। নরসিংদী জেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাকে কৃতজ্ঞতা জানাই। শুক্রবার বিকেল ৩ টায় মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মজিদ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। স্বাগত বক্তব্য রাখেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন প্রমুখ। মজিদ মোল্লা ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রত্যেক পরিবারে ২৫ কেজির এক বস্তা চাল বিতরন কার্যক্রমের আওতায় মনোহরদীতে ২ হাজার ১৫ বস্তা ও বেলাবতে ১ হাজার ২৪০ বস্তা বিতরণ করা হয়। এছাড়া নরসিংদী সদরে ২ হাজার ৫৩০ বস্তা, রায়পুরায় ৩ হাজার ৮৭৫ বস্তা, পলাশে ১ হাজার ২৪০ বস্তা ও শিবপুরে ১ হাজার ৫৫০ বস্তাসহ মোট ১২ হাজার ৪৫০ বস্তা চাল বিতরন করা হবে। পাশাপাশি চাল নিতে আসা প্রত্যেক পরিবারকে যাতায়াত ভাতা বাবদ ২০০ টাকা করে মোট ২৪ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ সুরক্ষার জন্য প্রত্যেক পরিবারের মধ্যে চারটি করে মাস্ক মিলিয়ে মোট ৪৯ হাজার ৮০০ মাস্ক বিতরণ করা হয়েছে। #
Posted ১২:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।