বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল খেলায় রিজভী, খোকনসহ শীর্ষ বিএনপি নেতাদের উপস্থিতি

শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট

মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবলের জমজমাট ফাইনাল খেলায় রিজভী, খোকনসহ শীর্ষ বিএনপি নেতাদের উপস্থিতি

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত হলো মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট এই ফাইনাল ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও একই কমিটির সদস্য রাশেদ ইকবাল খান।

উক্ত ফাইনাল খেলায় দুই দলের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে উল্লেখ করে অতিথিরা বলেন, “বিএনপি সবসময় ক্রীড়ার বিকাশে তরুণদের পাশে ছিল, আছে এবং থাকবে।”

খেলা ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। আয়োজকদের দক্ষ পরিচালনায় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সফল।

Facebook Comments Box

Posted ৬:১৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1131 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins