
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের নব-নির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহি: বিভাগ সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে ও লাইন ডাইরেক্টর ডা. সামিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য রাখেন সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা সচিব আলী হোসেন, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খোরশেদ আলম। সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্স এর সভাপতি আবু ইউসুফ সূর্য, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী।
Posted ১২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।