এস,এম মনির হোসেন | শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 32 বার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ মার্চ ২০২৩ ইং বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে নারায়ণগঞ্জ-খ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো টাঙ্গাইল সদর থানার কাফিলাপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে লুৎফর রহমান বুলেট।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা এবং ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪ থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৩:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel