ভ্রাম্যমান আদালতে দন্ডিত শিবপুর পপুলার জেনারেল (প্রাঃ)হাসপাতাল খুলছে জানেনা প্রশাসনের কর্মকর্তারা
নরসিংদী থেকে খন্দকার আমির হোসেন : | শুক্রবার, ১৭ জুন ২০২২ | পড়া হয়েছে 32 বার
নরসিংদী জেলার শিবপুর উপজেলার কলেজ গেইট বাজার প্রাঙ্গনে, শিবপুর পপুলার জেনারেল (প্রাঃ)হাসপাতালে গত ২৮ মে ২০২২ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশের ছারপত্র,প্রশিক্ষনপ্রাপ্ত টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয় এবং হাসপাতালে থাকা রুগিদেরকে ৩ দিনের মধ্য অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। হাসপাতাল পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্রাধী সঠিক করে মোবাইল কোর্ট পরিচালিত কর্মকর্তাগনকে অবহিত করলে,কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাসপাতাল যথারীতি চালু করতে পারবে এমন নির্দেশ দেন হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু পপুলার জেনারেল (প্রাঃ) হাসপাতাল মোবাইল কোর্ট পরিচালিত কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে হাসপাতাল খুলছে,জনমনে প্রশ্ন হাসপাতাল কর্তৃপক্ষের খুটির জোড় কোথায়। এ বিষয়ে শিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ বলেন হাসপাতাল খুলছে বিষয়টি আমি অবগত নই।উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ওনির্বাহী ম্যাজিষ্ট্যাড মোঃ শাহরুখ খান বলেন হাসপাতাল খুলছে বিষয়টি আমি অবগত না। তবে কাগজপত্র সঠিক না করে এবং ইউএইচওর অনুমতি ছাড়া হাসপাতাল খুলতে পারবে না।