• শিরোনাম

    ভোলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অনু-মিঠুর প্রথম সফলতা

    নিজস্ব সংবাদদাতা ভোলা | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 57 বার

    ভোলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অনু-মিঠুর প্রথম সফলতা

    apps

    সম্প্রীতি ভোলার একটি লঞ্চের ছাদে করে ঢাকা থেকে একটি মরদেহ ভোলায় আনা হচ্ছিল। বিষয়টি ছিল যথেষ্ট মানবেতর ও হৃদয় বিধারক যা দেখে মনে দাগ কাটে এবং প্রচন্ড আঘাত লাগে ভোলা প্রেসক্লাবে নবগঠিত কমিটির অনু-মিঠু পরিষদের।

    তারপর দিন তারা সাথে সাথে লঞ্চের ছাদে করে এভাবে কোন লাশ আনা বেআইনী এবং হৃদয় বিধারক। এই বলে তারা ভোলায় একটি মানববন্ধন করলে বিষয়টি লঞ্চ মালিক এবং লঞ্চ কর্তৃপক্ষদের দৃষ্টিগোচরে আসে। পরে তারা সাথে সাথে সেই লঞ্চের লাশ রাখার আলাদা কেবিনের ব্যবস্থা করা হয় বলে জানা যায়।

    ভোলার প্রতিটি লঞ্চে মরদেহ রাখার জায়গা নির্ধারণ করার লক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠুর নেতৃত্বে মানববন্ধন করা হয়। ওই মানববন্ধন এর কারণে বিষয়টি নজরে আসে লঞ্চ কর্তৃপক্ষের। এ দাবীর প্রেক্ষিতে শুক্রবার রাজারহাট-সি লঞ্চ কর্তৃপক্ষ তাদের লঞ্চের নিচ তলায় মরদেহ রাখার জায়গা নির্ধারণ করে ভোলা প্রেসক্লাব এর নব নির্বাচিত কমিটিকে অবহিত করেন।

    তারা আরো জানান, আমারা ভোলার অন্যান্য লঞ্চ মালিক কর্তৃপক্ষের সাথে দ্রুত এই বিষয়টি নিয়ে আলাপের মাধ্যমে সকল লঞ্চে মরদেহ রাখার ব্যবস্থা করবো। এদিকে রাজারহাট-সি লঞ্চ কর্তৃপক্ষ এ ধরনের মহতি উদ্যোগকে ভোলার আপামর জনগণ সাধুবাদ জানিয়েছেন। এ মানববন্ধন এর আয়োজন করে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, ভোলা।

    বাংলাদেশ সময়: ৯:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ